লিংকস আইটি ট্রেনিং ইন্সটিটিউট কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত হয়ে গেছে

আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমতে Links IT Training Institute (লিংকস আইটি ট্রেনিং ইন্সটিটিউট) বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে অনুমোদন পেয়ে গেছে। নতুন বছরে এখন পর্যন্ত এটাই আমার সর্বোচ্চ পাওয়া। প্রথমে মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি সব কিছুর জন্যই যা তিনি আমাকে দিয়েছেন। তারপর আমার বাবা জনাব মোঃ ইকবাল হোসেন মজুমদার কে সালাম এবং ধন্যবাদ জানাই। আমার বাবা পাশে থেকে সবসময় আমাকে সাপোর্ট করেছে এবং যত সমস্যা এসেছে আগে নিজে সামনে দাড়িয়েছে আর তা সমাধান করেছে যাতে আমার পথ সুন্দর থাকে এবং আমার ভবিষ্যত উজ্জ্বল হয়। কারিগরি শিক্ষা বোর্ড থেকে অনুমোদন নিতে আমার বাবাই সমস্ত কষ্ট করেছেন। তাই এই অর্জন এর সব ক্রেডিট আমি আমার বাবা কেই দিবো। আমার মা শামছুর নাহার চৌধুরী উনি সবসময় আমাকে ভালো উপদেশ দিয়েছেন। যখনই ভেঙ্গে পড়েছি তখনই আমাকে সাহস দিয়েছেন। মনের যে কোন কথা আমি আমার মা আর আপু কেই সবার আগে জানাই। আমার আপু ফাহমিদা আখতার লিন্ডা উনি ছোট থেকে সব সময় আমার মন বুঝে কথা বলেছেন এবং আমাকে ভালো পরামর্শ দিয়েছেন। অবশ্যই একজন বোনের মূল্য হাজার বন্ধুর থেকেও বেশী। আমার সম্মানিত ভাইয়া (দুলাভাই) মোঃ নুরুল ইসলাম পাটোয়ারী উনি সবসময় হাঁসি মুখে আমাকে ভালো ও সুন্দর পথ দেখিয়েছেন। আসোলে পরিবার এর কথা বলে শেষ করা যাবে না। আমার পরিবার এর সবাই সব সময় আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করেছে।
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এর সকলকে এবং সরকার কে ধন্যবাদ আমাকে এবং আমার এই প্রতিষ্ঠানকে উপযুক্ত মনে করার জন্য। তাছাড়াও যারা যারা আমাকে বিভিন্ন কাজে সহযোগিতা করেছেন সবাইকে মন থেকে ধন্যবাদ জানাচ্ছি।
 ৪-১-২০২১ তারিখ মোবাইল এ মেসেজ আসে। ৫-১-২০২১ তারিখ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এর চুড়ান্ত অনুমোদন পত্র পাই।
আমার প্রতিষ্ঠানের সকল ছাত্র/ছাত্রীদের এবং অভিভাবকদের জানাই মনের গভীর থেকে সম্মান ও ধন্যবাদ। এই প্রতিষ্ঠান Links IT Training Institute এর সকল ছাত্র/ছাত্রীরা মিলে আমরা একটি সুন্দর পরিবার। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে এই প্রতিষ্ঠানকে আমি ব্যবস্থাপনা পরিচালক আবু সুফিয়ান লিংকন সততা এবং শ্রমের মাধ্যমে আরো উন্নয়নের দিকে নিয়ে যেতে পারি। আমি মনে করি, জীবনে কিছু আর্জন করা মানেই থেমে না থেকে আরো পরিশ্রম করা।
Institute Code: 50938