আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে কনটেস্ট এর আয়োজন করা হয়েছে।
প্রবাদবাক্য লিখতে হবে।
নিয়মাবলীঃ
১. A4 কাগজে প্রবাদবাক্য লিখতে হবে।
২. যে কোন প্রবাদবাক্য হতে পারে।
৩. প্রয়োজনে রং পেন্সিল দিয়ে ডিজাইন করতে পারেন অথবা স্বাভাবিকভাবে পেন্সিল অথবা কলম দিয়েও লিখতে পারেন।
৪. সম্পূর্ণ নিজের মেধা দিয়ে প্রবাদবাক্য লিখতে হবে। কারো লিখার সাথে মিলে গেলে হবে না।
৫. হাতে লিখতে হবে।
৬. হাতে লিখা প্রবাদবাক্যটির একটি ফটোকপি করে সেটাও সাথে জমা দিতে হবে। কোন গাম, স্টাপলার পিন ব্যবহার করবেন না। ২ টি কাগজ যাতে আলাদা থাকে।
৭. কাগজের নিচে নিজের নাম লিখতে হবে।
৮. সম্পূর্ণ বাংলা ভাষায় লিখতে হবে।
৯. যে কোন আঞ্চলিক ভাষা ব্যবহার করা যাবে।
১০. লিখা অথবা কাগজে যে কোন ধরণের ডিজাইন গ্রহনযোগ্য।
১১. লিখা স্পষ্ট এবং তুলণামুলকভাবে বড় হতে হবে।
প্রবাদবাক্য কতটা অর্থপূর্ণ, লিখা কতটা সুন্দর, ডিজাইন সবকিছুর উপর
১২. অত্র প্রতিষ্ঠানের নতুন/পুরোনো সকল ছাত্র/ছাত্রীরা অংশগ্রহন করতে পারবেন।
* প্রবাদবাক্যসহ কাগজ জমা দেয়ার শেষ তারিখঃ ২২-২-২০২২
* নিজে সরাসরি লিংকস আইটি ট্রেনিং ইনস্টিটিউট এর অফিসে এসে কাগজ জমা দিতে হবে।
* উল্লিখিত তারিখ এর পর আর কারো প্রবাদবাক্য গ্রহণযোগ্য হবে না। * বিবেচনা করে ২৪-২-২০২২ তারিখ বৃহষ্পতিবার রাত ১০ টায় ফেইসবুক লাইভের মাধ্যমে ১ জন বিজয়ী ঘোষনা করা হবে। এবং জয়লাভ করা ব্যাক্তির লিখিত প্রবাদবাক্য ইনস্টিটিউট এ প্রদর্শিত স্থানে সম্মানের সহিত সংগ্রহ করে রাখা হবে।
* সবার মধ্য থেকে ১ জন বিজয়ী হবে এবং তাকে দেয়া হবে আকর্ষনীয় পুরষ্কার।
আয়োজনে
কতৃপক্ষ