বাংলা এবং ইংরেজী টাইপিং প্রতিযোগিতা সংক্রান্ত নোটিস (ডিসেম্বর ২০২২)

আগত ২-১২-২০২২ তারিখ রোজ শুক্রবার সকাল ১০ ঘটিকায় বাংলা এবং ইংরেজী টাইপিং প্রতিযোগিতা শুরু হবে। প্রতিযোগীতায় আগ্রহী ছাত্র/ছাত্রীরা নিজেদের এই সময়ের মাঝে প্রস্তুত করুন।

টাইপে অংশগ্রহণকারী সকল ছাত্র/ছাত্রীরা প্রতি মিনিট হিসেব করে যা আসে তার সার্টিফিকেট পাবেন।

প্রথম বিজয়ীকে সার্টিফিকেট এর সাথে প্রতিষ্ঠান হতে পুরস্কৃত করা হবে।

কেন্দ্র ফীঃ ৩০
কেন্দ্র পরীক্ষক ফীঃ ২০
সার্টিফিকেট ফীঃ ৫০

মোট ফীঃ ১০০ টাকা।

ফী জমা দেয়ার শেষ তারিখঃ ২৫-১১-২০২২

 

*********
কতৃপক্ষ