Links IT Training Institute এর ছাত্র/ছাত্রীদের সাথে আলোচনার জন্য, সেমিনার এর জন্য এবং অফিসিয়াল বিভিন্ন কাজের জন্য ১ টি মোবাইল হোল্ডার, ১ টি ট্রাইপড, ১ টি বয়া এম ১ মাইক্রোফোন কিনা হয়েছে।
ছাত্র/ছাত্রীদের ইন্টারভিউ নেয়া হবে। আমাদের উক্ত প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রীদের অভিজ্ঞতা, শিক্ষা ইত্যাদি নিয়ে অনেক আলোচনা হবে। তাদের থেকে অন্যদের অনেক শিখার আছে। একসাথে অনেক কথা হবে। আর এগুলো স্মৃতি হয়ে চিরকাল রইবে। আপনারা যারা অনলাইনে আমাদের আলোচনা দেখবেন তারাও থাকবেন আমাদের স্মৃতির অংশ হয়ে।
ধন্যবাদ সকল ছাত্র/ছাত্রী, কর্মচারী, কর্তৃপক্ষ এবং কমিটির সদস্যদের Links IT Training Institute পরিবার এর অংশ হওয়ার জন্য।