আগামী ২৫-৩-২০২২ ইংরেজী এবং বাংলা টাইপিং প্রতিযোগিতার তারিখ নির্ধারণ করা হয়েছে

ইংরেজী এবং বাংলা টাইপিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করা সকলের প্রতিযোগিতা আগামী ২৫-৩-২০২২ তারিখ রোজ শুক্রবার সকাল ১১:৩০ মিনিটে লিংকস আইটি ট্রেনিং ইনস্টিটিউট এ অনুষ্ঠিত হবে।

সঠিক সময়ে সকল প্রতিযোগীদের অত্র প্রতিষ্ঠানে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে।

সঠিক সময়ে উপস্থিত না থাকলে পরীক্ষক বিলম্ব করা প্রতিযোগীর পরীক্ষা বাতিল করার ক্ষমতা রাখেন।

প্রতিযোগীদের করণীয়ঃ

  • সবাই ল্যাবে এসে নিজ নিজ পছন্দের কম্পিউটারে বসবেন।
  • মাউস এবং কি-বোর্ড ভালো ভাবে চেক করে নিবেন।
  • ইংরেজী এবং বাংলা ঠিক আছে কিনা তা দেখবেন।
  • ইংরেজী ৫ মিনিট টাইপিং করতে হবে।
  • বাংলা ৫ মিনিট টাইপিং করতে হবে।
  • পরীক্ষকের দেয়া নির্ধারিত সময়ে প্রতিযোগিতা শুরু এবং শেষ হবে।
  • সময় শেষ হবার পর প্রত্যেকে যে কোন একটি ড্রাইভে নিজের নামে ফোল্ডার খুলে তাতে ইংরেজি টাইপিং ফাইল “English” এবং বাংলা টাইপিং ফাইল “Bangla” নামে সেইভ করতে হবে।
  • যন্ত্রাংশ ত্রুটি,ফাইল সেইভ, ইংরেজি এবং বাংলা ফন্ট সেটাপ সংক্রান্ত সহযোগিতা পরীক্ষকের নিকট প্রয়োজনে চাইতে পারবেন।
  • কোন প্রতিযোগী কম্পিউটার ল্যাবে উপস্থিত না থাকলে তার টাইপিং প্রতিযোগিতা বাতিল বলে গণ্য করা হইবে।

পরীক্ষকের করণীয়ঃ

  • টাইপিং করে দেয়া ছাড়া বাকি সার্বিক সহযোগিতা প্রতিযোগীদের করতে হবে।
  • পরিবেশ শান্ত রাখতে হবে।
  • ইংরেজী এবং বাংলা টাইপিং এর জন্য নির্ধারিত ৫ মিনিট করে সময় বেধে দিতে হবে।
  • প্রতিযোগিতা শুরু হবার আগে সকলকে উৎসাহ দিবেন এবং সকল নিয়মাবলী স্পষ্টভাবে পড়ে সবাইকে শুনাবেন।
  • সবাই সঠিকভাবে টাইপ করা ফাইল সেইভ করছে কি না তা নিশ্চিত করতে হবে।
  • সময় শুরু হবার আগে অথবা শেষ হবার পরও কেউ টাইপিং করতে থাকলে তা বিবেচনা করা হবেনা এবং প্রয়োজনে পরীক্ষক তার টাইপিং প্রতিযোগিতা স্থগিত করার ক্ষমতা রাখেন।
  • প্রতি ছাত্র/ছাত্রী হতে মাথা পিছু ২০ টাকা করে পরীক্ষক সম্মানী পাবেন।

============
কতৃপক্ষ