টপ স্টুডেন্ট কনটেস্ট ২০২৩

নিচের লিংকে গিয়ে অনলাইনে সকল প্রশ্নের উত্তর দিয়ে জিতে নিন টপ স্টুডেন্ট এর আকর্ষনীয় পুরস্কার।

কনটেস্ট লিংকঃ

https://linksitinstitute.com/quiz/%e0%a6%9f%e0%a6%aa-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%81%e0%a6%a1%e0%a7%87%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%9f-%e0%a6%95%e0%a7%81%e0%a6%87%e0%a6%9c/

এই কনটেস্ট ৩১-১২-২০২৩ তারিখ হইতে ২-১-২০২৪ তারিখ রাত ১২:৫৯ পর্যন্ত চলবে।
ছেলেদের মধ্য হতে একজন এবং মেয়েদের মধ্য হতে একজন বিজয়ী হবেন।

* এই কনটেস্ট সম্পূর্ণ ফ্রী
* শুধুমাত্র অত্র প্রতিষ্ঠানের নতুন এবং পুরাতন সকল ছাত্র/ছাত্রী এই কনটেস্ট এ অংশগ্রহন করতে পারবেন।
* বেশী সঠিক উত্তর যে দিতে পারবে সেই বিজয়ী হবেন
* যদি একাধিক স্টুডেন্ট একই নম্বর পায় তাহলে এই কনটেস্ট সমাপ্ত করতে এখেকজন কত সময় নিয়েছে আমরা তা হিসেব করে ফলাফল জানাবো।
* যেকল ছাত্র/ছাত্রী ৪-১-২০২৪ তারিখ প্রতিষ্ঠানে এসে পুরস্কার নিতে পারবেন তাদেরই অংশগ্রহন করতে অনুরোধ করা হচ্ছে।
* ৪-১-২০২৪ তারিখ এসে পুরস্কার সংগ্রহ করতে না পারলে ২য় জনকে বিজয়ী ঘোষনা করা হবে।
* শুধামাত্র একবার এই কনটেস্ট এ অংশগ্রহণ করতে পারবেন।
* একবার অংশগ্রহণ করে সেখান থেকে বের হওয়া যাবে না।
* ১০ মিনিটের ভিতর সকল প্রশ্নের উত্তর দিতে হবে।

উপরোক্ত কোন নিয়ম অমান্য করা হলে তাকে কনটেস্ট থেকে বাদ করা হবে।

 

-কর্তৃপক্ষ