আগামী ২-১-২০২২ তারিখ রোজ রবিবার সকাল ৯ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত লিংকস আইটি ট্রেনিং ইনস্টিটিউট এ সকল ছাত্র/ছাত্রীদের নিয়ে বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা শুরু হতে যাচ্ছে। উল্লিখিত দিনে অত্র প্রতিষ্ঠানের সকল ক্লাস বন্ধ থাকবে।
অনুষ্ঠান সূচিঃ
শুরু হবেঃ সকাল ৯ ঘটিকায়
খেলাঃ বালিস পাসিং এবং অভিনয় করে কাগজের লিখা নিজের পার্টনারকে বোঝাতে হবে।
অংশগ্রহনকারী সবাই সকল খেলায় একসাথেই নাম দিতে পারবে। ছাত্র/ছাত্রীরা কোরআন তেলাওয়াত, কবিতা, ছড়া, গান, গজল, কৌতুক ইত্যাদিতে নিজের নাম দিতে পারবে।
একনজরে যা যা হবেঃ
১. খেলা
২. উপস্থাপনা
৩. কোরআন তেলাওয়াত
৪. দেশাত্ববোধক গান
৫. কবিতা আবৃত্তি
৬. গান
৭. গজল
৮. কৌতুক
৯. পুরস্কার বিতরণ
১০. ভোজন
বিজয়ী ১ম, ২য় এবং ৩য় যারা হবেন তাদের জন্য থাকবে আকর্ষনীয় পুরস্কার। তাছাড়া অন্য সকল ছাত্র/ছাত্রীদের জন্য থাকবে শুভেচ্ছা পুরস্কার ও খাবার। খেলা এবং অনুষ্ঠান একই দিনে ২-১-২০২২ তারিখ হবে।
আবু সুফিয়ান লিংকন
————————
ব্যবস্থাপনা পরিচালক