এতোদিনের কাজ কর্মের উপর সন্তুষ্ট হয়ে এবং নতুন বছরের গিফ্ট হিসেবে লিমন কে অফিস সহকারি (Office Assistant) তে পদোন্নতি করা হলো। বেতন বৃদ্ধি সহ আরো গিফ্ট কার্ড এবং ফুলের শুভেচ্ছা দেয়া হলো। সব ছাত্র/ছাত্রীদের মতো বেলুন ফুটিয়ে আনন্দ করা হলো। আশা করি সামনে তার ভবিষ্যত আরো সুন্দর হবে এবং লিংক্স আইটি ইনস্টিটিউট এর জন্য আগের চেয়ে আরো কঠোর পরিশ্রম করবে।