Links IT Institute এর সকল কর্মচারী, সদস্য, ছাত্র/ছাত্রীরা প্রতিষ্ঠানে প্রবেশ করলে অবশ্যই মুখে মাস্ক ব্যবহার করবেন এবং আমাদের ওয়াসরুমে রাখা সাবান দিয়ে বারবার হাত অন্তত ২০ সেকেন্ড ধরে ধুবেন।
পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন। ভালো মতো হাত না ধুয়ে নিজের হাত চোখে, নাকে অথবা মুখে লাগাবেন না। গন পরিবহন এড়িয়ে চলুন। কারো সাথে হাত অথবা গলা মেলাবেন না। কোন কিছু ধরলে তারপর অবশ্যই হাত সাবান দিয়ে ভালো মতো ধুয়ে নিবেন।
প্রতিষ্ঠানের কোন অনিয়ম দেখলে অবশ্যই কতৃপক্ষকে জানাবেন।
কম্পিউটার ক্লাস বর্তমানে বন্ধ ৩১-মার্চ-২০২০ তারিখ পর্যন্ত। শুধু মাত্র ভর্তি কার্যক্রম অথবা তথ্য সেবার জন্য অফিস খোলা আছে।
~কতৃপক্ষ~